Saturday, June 29, 2019
হঠাৎ করেই চোখ পড়েছে
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প’রে আমার
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার
পেছনটাতে চোখ বুলাতে
ঘামছি মনে মনে
আড়চোখেতে সেই আমি’কে
দেখছি সংগোপনে
আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি
নিয়ম হলো যা হারালো
হারিয়ে গেলেই দামী
ইর্ষা ভরে তাকাই আমি
সেই আমি’টার দিকে
এই আমি’টা কেমন যেন
পানসে, কেমন ফিকে
আমারই তো সেই দু’টো চোখ
উচ্ছলতায় ভরা
খরায় জরায় সবুজ শুন্য
এ চোখ স্বপ্নহারা
সময় যেন স্বপ্ন মোছার
পা মাড়ানো পাপোষ
সেই আমি’টার সঙ্গে আমার
আর কি হবে আপোষ
আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো
সময় তোমার স্রোতে ভেসে
উল্টো দিকেই যাব
আমার চোখের সামনে দিয়ে
এমন পুকুরচুরি
টের পেয়েছি এতক্ষনে
চোরের বাহাদুরী
করবো কাকে দায়ী আমি
সময় নাকি ভাগ্য
জবাব দেবেন তারা
যারা জীবন বিশেষজ্ঞ
আগামীতে অন্য কোন
আমি’র দেখা পেলে
সেই আমি’টার আমায় দেখে
চম্কাবে কি পিলে
সেই আমি’টা বলছে আমায়
মুঠো করিস হাতে
এখনও যা সবুজ আছে
জড়ো করিস তাতে <3 <3
Subscribe to:
Post Comments (Atom)
সুখ, ভালোবাসা, আদর
জীবনকে সঠিক পথে চলতে কষ্ট করে পড়ার অনুরোধ রইল ----------------------- ১. ঘুম থেকে উঠে নামাজ ও স্রষ্টার প্রতি আপনার আজকের প্রার্থনা করে নিন। ...
-
তবু ভালো থাকিস বল কি কি থেকে মুছে ফেলবি আমায়? তোর ল্যাপটপ, তোর প্রোফাইল। তোর ইনবক্স, তোর মোবাইল। মুছতে পারবি সেই ঠান্ডা হাসি, আদর, অভিমান...
-
(রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় কবিতা ) হঠাৎদেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা , ভাবিনি সম্ভব হবে কোনদিন ।। আগে ওকে ...
-
হঠাৎ সেদিন কিছু না জানিয়ে রংপুর থেকে বাসায় চলে যায় রুপা। হিমু অনেকবার ফোনে চেষ্টা করেও পায়নি, বাসায় যাওয়ার পরথেকেই তার ফোনটা বন...
No comments:
Post a Comment